Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

জহিরুল হোসাইন খান এর কবিতা শিল্প ও সাহিত্য

জহিরুল হোসাইন খান এর কবিতা

‘মৃত্যু যেদিন হবে’

আমার মৃত্যু যেদিন হবে
সেদিন সাদা কাপড় মোড়ে,
কফিনেতে ভরে, চারজন চার কাঁধেতে করে
আসবে রেখে, তিনহাত মাটির ক্রোড়ে।

কাঁদবে সেদিন থেকে তোমরা দুদিন কিংবা
দু’মাস হবে, ধীরে ধীরে সবাই যাবে ভুলে,
সঙ্গী হবে সেদিন আমার, ধর্ম-কর্ম,তোমরা রবে দূরে
আপন কাজের ভিড়ে, আমি একাই শুধু জ্বলবো অনলে।

আমার মৃত্যুর পরে, দুয়ার বিহীন ঘরে
তখন থেকেই শাস্তি হবে শুরু,
পাপ পূণ্যের বিচার হবে, খুব সুক্ষণ ভাবে
ভাবতে গিয়েই বুকটা আমার করছে দুরু দুরু।

পাওনাদাররা সুযোগ নেবে, নেকী নেবে কিনে
দুনিয়াতে কষ্ট যারে, দেব অকারণে,
এরাই সেদিন আমায় রেখে যাবে আগে আগে
শাস্তি শুধুই প্রাপ্য হবো, বিচারের সেই ক্ষণে।

কাজটি এমন নাইবা করি
ধন সম্পদ ঘর বাড়ি, সবই তো যাব ছাড়ি
কিসের মোহে, ছুটছি আমরা যত্রতত্র
কোন ক্ষমতায় আমরা তবে করছি বাড়াবাড়ি?

সবারই মৃত্যু হবে, বুঝতে হবে, দু’দিন আগে কিংবা পরে
সমস্যা কি ভাবতে সবার, সৎ কর্ম,পোঁষতে অন্তরে?
এ দুনিয়ার মায়া জালে, থাকবো কেনো অসৎ হালে?
যেতেই যখন হবে, সব কিছুই ছেড়ে।