Opu Hasnat

আজ ৫ ডিসেম্বর মঙ্গলবার ২০২৩,

দুর্গাপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত নেত্রকোনা

দুর্গাপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

নেত্রকোনার দুর্গাপরে “সেবা ও উন্নতির দক্ষ রুপকার-উন্নয়নে উদ্বোধনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে সারা দেশের ন্যায় ৩দিনব্যাপি জাতীয় স্থানীয় সরকার দিবস শুরু হয়েছে। রোববার সকালে নানা আয়োজনে এ দিবসের উদ্বোধন করা হয়। 

এ উপলক্ষে এক বর্নাঢ্য শোভাযাত্রা পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায়, ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, আব্দুল আজিজ, পৌর মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম, উপজেলা প্রকৌশলী খোয়াজুর রহমান, কৃষি কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার প্রমুখ। 

আলোচনা শেষে নতুন প্রজম্মের শিক্ষার্থীদের সরকারের নানা উন্নয়ন ও মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতা শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে সরকারের নানামুখী উন্নয়নের চিত্র তুলে ধরে সাজানো ২০টি ষ্টল পরিদর্শন করা হয়। পরিশেষে উপজেলা শিল্পকলা একাডেমি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠন পরিবেশন করে।