ছাতকে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জ / 
সুনামগঞ্জের ছাতকে ৫০তম মাধ্যমিক স্কুল পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতা সম্পন্ন করা হয়েছে। দু’দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাপ্ত হয়। সোমবার বিকেলে শহরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা ও স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ আহমদ। এসময় ক্রিড়া শিক্ষক দেলোয়ার হোসেন খান, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন সহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার প্রধান আকর্ষন ফুটবল প্রতিযোগিতায় উপজেলা ১৮টি বিদ্যালয়ের ফুটবল দল অংশ গ্রহন করে। সোমবার দিনব্যাপী অনুষ্ঠিত ফুটবল প্রতিযোগিতা শেষে ফাইন্যালে মুখোমুখি হয় ছাতক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ফুটবল দল।
ফাইন্যাল খেলা নির্ধারিত সময়ে গোল শুন্যভাবে শেষ হলে ট্রাইব্রেকারে ৫-৩ গোলে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ফুটবল দলকে পরাজিত করেন ছাতক সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে। ফাইন্যাল প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ।