Opu Hasnat

আজ ৫ ডিসেম্বর মঙ্গলবার ২০২৩,

আ’লীগ ক্ষমতায় থাকলে গণমানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে : পল্টু রাজনীতি

আ’লীগ ক্ষমতায় থাকলে গণমানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে : পল্টু

আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু বলেন,  আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে  গণমানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে।  উন্নয়ন  আর অগ্রগতির পথে এগিয়ে যায়  বাংলাদেশ,। 

শুক্রবার রাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের নীচ তলায়   ঢাকা  সংগীত একাডেমীর আয়োজনে ‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে  স্মার্ট  দেশ হিসেবে’ শীর্ষক  আলোচনা  সভা, চলচ্চিত্র  সুপার ড্যান্সার  একটি গানের  শুভ মহরত ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। 

মোজাফফর হোসেন পল্টু বলেন  আওয়ামী লীগের আমলে  বাঙালি ও বাঙালি সংস্কৃতি নিরাপদে থাকে।  আর স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় আসলে  ব্যহত হয় বাঙালি সংস্কৃতি  চর্চা।  বিস্তার ঘটে সাম্প্রদায়িক অপশক্তির।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মানিক লাল ঘোষ ও  ভারতের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক দেবাশিষ সরকার। 

পালকী শিল্পী গোষ্ঠীর ভাইস চেয়ারম্যান মোঃ  শফিকুল আলম বাবুল সভাপতিত্বে  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, টাইগার দিলীপ নাট্য গোষ্ঠী সাংস্কৃতিক  অঙ্গন লিঃ এর সভাপতি রোজান ইসলাম দিলীপ।