রাজবাড়ীতে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন রাজবাড়ী / 
দৈনিক ভোরের কাগজের রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে গনমাধ্যমকর্মীরা।
বুধবার সকালে বালিয়াকান্দি চৌরাস্তা মোড়ে ওই মানববন্ধন কর্মসুচীর আয়োজন করে জেলা ও উপজেলার কর্মরত গনমাধ্যমকর্মীরা।
মানববন্ধন কর্মসুচীতে সাংবাদিক আতিয়ার রহমান, লিটন চক্রবর্তী, সোহেল রানা, মেহেদী হাসান, দেবাশিষ বিশ্বাস, রুবেলুর রহমান, আল মামুন আরজু, শহিদুল মিয়া মিলন বক্তৃতা করেন।
বক্তারা এ সময় বলেন, গত ২ আগষ্ট বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে পেয়াজ ব্যাবসায়ী কর্তৃক কৃষককে মারপিট ও নির্যাতনের সংবাদ সংগ্রহ করায় দৈনিক ভোরের কাগজের বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি শহিদুল আলম মিয়া মিলনসহ ৯ কৃষকের বিরুদ্ধে মামলা করেন আওয়ামী লীগ নেতা তৈয়ব আলী মন্ডল।
অবিলম্বে তদন্ত করে ওই মামলা থেকে সাংবাদিকের নাম বাদ না দিলে আরো কঠোর আন্দোলনের হুসিয়ারি দেন বক্তারা।
পরে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের কাছে স্মারকলিপি দেন সাংবাদিকরা। এ সময় বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, জামালপুর বাজারে গরিব কৃষকদের কাছ থেকে মন প্রতি চার কেজি করে পেয়াজ বেশি নেওয়ার খবরটি আমিও জেনেছি। দুই এক বেলার মধ্যে ওই বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হবে। সেই সাথে সাংবাদিককে মিথ্যা মামলা দিয়ে যাতে হয়রানি না করতে পারে সেব্যাপারেও স্থানীয় চেয়ারম্যানের সাথে কথা বলে ব্যাবস্থা গ্রহন করা হবে।