Opu Hasnat

আজ ৪ ডিসেম্বর সোমবার ২০২৩,

বড়াইগ্রামে জেলা পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নাটোর

বড়াইগ্রামে জেলা পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

নাটোরের বড়াইগ্রামে জেলা পরিষদের উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার জোয়াড়ি কৈডমা বাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদের বিশেষ উপহার সামগ্রী বিতরণ করেন অতিথিরা। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, বাংলাদেশ মহিলা আ'লীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি এ্যাড. কোহেলী কুদ্দুস মুক্তি,  জেলা আ'লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসিফ আবদুল্লাহ বিন কুদ্দুস শোভন, জেলা পরিষদ সদস্য শাহ আলম মাস্টার, কৈডমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাসিন আলী প্রমূখ।

৩ শত দরিদ্র পরিবার ৫ কজি চাল করে চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল ও ১ টি করে সাবান উপহার হিসেবে পান।