Opu Hasnat

আজ ৫ ডিসেম্বর মঙ্গলবার ২০২৩,

পাঁচটি বিষয়ে সতর্ক থাকার আহব্বান

রাজবাড়ীর পশুর হাটে পুলিশের সচেতনামূলক লিফলেট রাজবাড়ী

রাজবাড়ীর পশুর হাটে পুলিশের সচেতনামূলক লিফলেট

ঈদুল আযহার বাকি মাত্র তিন দিন। এখন সারাদেশের ন্যায় রাজবাড়ীর ২৩ টি পশুর হাটে চলছে জমজমাট বেচাকেনা। পশুর হাটে ক্রেতা বিক্রেতার নিরাপত্তায় জেলা পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্ত ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় রবিবার বিকেলে রাজবাড়ীর পৌর পশুর হাট পরিদর্শন করেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতেখায়রুজ্জমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন। এ সময় হাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের সচেতনায় লিফলেট বিতরন করা হয়।

লিফলেটে মাধ্যমে ক্রেতা ও বিক্রেতাদের বলা হয়েছে,পশুর হাটে নগদ টাকাও মোবাই ব্যাবহারে সতর্ক থাকতে হবে। অপরিচিত কারো দেওয়া কোন কিছু খাবেন না ও অপরিচিত কোন ব্যাক্তি গাড়িতে চরবেন না। পশুর হাটে ছিনতাইকারী চক্রের হাত থেকে  সাবধান থাকতে হবে। পশুর হাটে হকার ও ফেরিওয়ালার কাছ থেকে পানীয় খাওয়ার ক্ষেত্রে সচেতন হতে হবে। আর কাউকে প্রতারক চক্র মনে হলে তাৎক্ষনিক পুলিশকে খবর দিন। 

পশুর  হাট পরিদর্শনে এসে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, ঈদুল আযহায় ক্রেতা ও বিক্রেতারা যাতে নিরাপদে ক্রয় কার্যক্রম করতে পারে সেজন্য ক্যাশলেস লেনদেনের অনুরোধ করা হয়েছে। পাশাপাশি কেউ যদি নগদ অর্থ বহন করতে চায় জেলা পুলিশকে জানালে পুলিশ তাদের গন্তব্যে পৌছে দিবে। পশুর হাটের নিরাপত্তায় সাদা পোশাকে, পোশাকে ও মোবাইল ডিউটি চালু করা হয়েছে।