Opu Hasnat

আজ ৪ ডিসেম্বর সোমবার ২০২৩,

দৌলতদিয়ায় ট্রাকের চাপায় একজনের মৃত্য রাজবাড়ী

দৌলতদিয়ায় ট্রাকের চাপায় একজনের মৃত্য

রাজবাড়ীর গোয়াললন্দ উপজেলার দৌলতদিয়া বাইপাস সড়কে ট্রাক চাপায় আনু মন্ডল (৫৫) নামে এক হকারেরে মৃত্যু হয়েছে। নিহত আনু মন্ডল স্থানীয় শাহাদৎ মেম্বারের পাড়া এলাকার ভোলাই মন্ডলের ছেলে। শনিবার (২৪ জুন) ভোর ৬ টায় দৌলতদিয়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঢাকা হতে বরিশাল গামী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানপাশে দোকান বরাবর গাড়ি চালিয়ে দেয়। যার নম্বর (ঝিনাইদহ -ট ১১-১৮৬৭ )। এ সময় পথচারী আনু  মন্ডলকে চাপা দেয় ট্রাকটি। স্থানীয়রা উদ্ধার করে দ্রæত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরে তার মৃত্যু হয়। 

নিহত আনু মন্ডলের মামা সালাম বেপারী জানান, আনু পেশায় একজন হকার ছিলেন। ফেরিতে ফেরিতে হকারী করে কলা বিক্রি করে সংসার চালাতো। আনুর পরিবারে স্ত্রী ও তিনটি কন্যা সস্তান রয়েছে। আনুর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। কিন্তু ট্রাকের চালক পলাতক রয়েছে। তাকে আটকের ব্যাপারে অভিযান চলমান আছে।