Opu Hasnat

আজ ২০ জুন বৃহস্পতিবার ২০২৪,

বিদ্যুতের লোডশেডিং ও দুর্নীতির প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির অবস্থান ও পথসভা রাজবাড়ী

বিদ্যুতের লোডশেডিং ও দুর্নীতির প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির অবস্থান ও পথসভা

সারাদেশে বিদ্যুতের লোডশেডিং ও বিদ্যুৎখাতে দুর্নীতির প্রতিবাদে রাজবাড়ীতে অবস্থান কর্মসুচী, পথসভা ও স্মারকলিপি প্রদান করেছে বিএনপি। বৃহস্পতিবার (৮ জুন)  বেলা সাড়ে ১১ টার সময় জেলা বিএনপির নেতাকর্মীরা শহরের বিনোদপুর বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে স্মারকলিপি প্রদান করেন। 

এ সময় তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশ বাধা প্রদান করে। সেখান থেকে বিক্ষোভ মিছিল করে এসে বিএনপি কার্যালয়ে পথসভা করে বিএনপির নেতাকর্মীরা। 

পথসভায় জেলা বিএনপির আহব্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলম সাবেক সাধারন সম্পাদক হারুন অর রশিদ হারুন, জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক রেজাউল করিম শিকদার পিন্টু বক্তৃতা করেন। 

বক্তারা এ সময় দ্রুত সময় বিদ্যুৎখাতের সমস্যা সমাধান ও এইখাতে দুর্নীতির সাথে জরিতদের বিচারের জোর দাবী জানান।