Opu Hasnat

আজ ৩০ সেপ্টেম্বর শনিবার ২০২৩,

ব্রেকিং নিউজ

মোরেলগঞ্জে ধর্ষণ চেষ্টার আসামী পিঞ্জু’র দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন বাগেরহাট

মোরেলগঞ্জে ধর্ষণ চেষ্টার আসামী পিঞ্জু’র দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোরেলগঞ্জে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পঞ্চকরণ ইউনিয়নের পঞ্চকরণ গ্রামের প্রবাসী বদিউজ্জামান খোকার ছেলে পিঞ্জু হাওলাদারের (২৭) দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকার সর্বস্তরের মানুষ। মঙ্গলবার (৩০ মে)  ওই এলাকায় এ মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

এর আগে গত রবিবার (২৮ মে) দিবাগত মধ্য রাতে অভিযান চালিয়ে  তাকে গ্রেফতার করে পুলিশ। 

উল্লেখ্য , গত শনিবার(২৭ মে) মধ্য রাতে  পঞ্চকরণ গ্রামে জনৈক দিন মজুরের ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে সোনাখালী মোহব্বাত আলী মাধ্যমিক বিদ্যালয়ের  ৯ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে রবিবার দিবাগত রাতে মোরেলগঞ্জ থানা মামলা দায়ের করেন।  পিঞ্জু হাওলাদারের বিরুদ্ধে এছাড়াও মোরেলগঞ্জ থানায় যৌন নিপীড়ন, চুরিসহ ৭ টি মামলা রয়েছে  বলে থানা সূত্রে জানা গেছে। 

পিঞ্জুর বিভিন্ন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে মঙ্গলবার (৩০ মে) সকালে সোনাখালী মোহাব্বাত আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে পার্শ্ববর্তী পঞ্চকরণ সিরাজ সিদ্দিকী দাখিল মাদ্রাসা, ১৭ নং সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক  শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে  মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। 

পথসভায় পিঞ্জু হাওলাদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন  ৩নং পুটিখালী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয় সহ-সভাপতি মোঃ আব্দুস সোবাহান শিকদার, সোনাখালী মহব্বত আলী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সোলায়মান ফারাজ, সরকারি শিক্ষক  মোঃ কামরুল ইসলাম, সিরাজ স্মৃতি  দাখিল মাদ্রাসার সুপার মাস্টার আনোয়ার হোসেন, রওশনারা স্মৃতি  মহিলা ডিগ্রী কলেজ  এর সাবেক অধ্যাপক  মইনুল হক সিকদার, সমাজসেবক মোঃ খলিলুর রহমান শিকদার, সোবাহান শিকদার, ইউপি সদস্য শহিদুল ইসলাম, মোহাম্মদ ওবায়দুর রহমান, নুরুল হক তালুকদার নান্না, সিরাজুল ইসলাম সোহেল তালুকদার, সহকারি শিক্ষক বাবু জিতেন্দ্রনাথ মন্ডল,  ইউপি সদস্য  ডাক্তার আব্দুস সোবহান প্রমুখ।
 
পিঞ্জু হাওলাদার ও এলাকার শরীফ বাহিনীর হাত থেকে মুক্তি পেতে এ কর্মসূচি পালন করেন।

এই বিভাগের অন্যান্য খবর