Opu Hasnat

আজ ৩০ সেপ্টেম্বর শনিবার ২০২৩,

ব্রেকিং নিউজ

করোনায় দেশে মৃত্যুহীন দিনে আক্রান্ত ১৫৯, সুস্থ ২১ স্বাস্থ্যসেবা

করোনায় দেশে মৃত্যুহীন দিনে আক্রান্ত ১৫৯, সুস্থ ২১

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় কোন প্রানহানি হয়নি। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুবরন করেন ২৯,৪৪৬ জন।

এসময় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৫৯ জন। ফলে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ২০,৩৯,১৩০ জন।

এ সময় ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গহীন রোগীসহ সুস্থ হয়েছেন ২১ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ২০,০৬,২৩৩ জন।

সোমবার (২৯ মে ‘২৩) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, করোনাভাইরাসে থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয় এ বিজ্ঞপ্তিতে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।