Opu Hasnat

আজ ৩০ সেপ্টেম্বর শনিবার ২০২৩,

ব্রেকিং নিউজ

পদ্মার ধরা পড়লো সাড়ে ২৭ কেজির কাতল মাছ রাজবাড়ী

পদ্মার ধরা পড়লো সাড়ে ২৭ কেজির কাতল মাছ

রাজবাড়ীর পদ্মা নদীতে বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পরেছে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন ২৭ কেজি ৫০০ গ্রাম।

শনিবার ( ২৭ মে ) সকালে রাজবাড়ী জেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলে খলিল শেখের জালে মাছটি ধরা পরে।

জেলে খলিল শেখ বলেন, শনিবার ভোর থেকে পদ্মা নদীতে আমরা মাছ ধরার জন্য জাল ফেলছিলাম। হঠাৎ জালে টান পরলে দ্রুত জালটেনে নৌকায় তুললে মাছটি উঠে আসে। এত বড় কাতল মাছ এর আগে কোন দিন পাইনি। মাছটি শাকিল সোহান মৎস্য আড়তে নিয়ে আসলে ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৩৭৫ টাকায় বিক্রি করি।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া বলেন, সাড়ে ২৭ কেজি ওজনের মাছটি কিনে নেওয়ার পর ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৫০০ টাকায় সৈয়দপুরের এক ব্যাবসায়ীর কাছে বিক্রি করেছি।