Opu Hasnat

আজ ২৩ ফেব্রুয়ারী শুক্রবার ২০২৪,

ছাতক উপজেলা নারী উন্নয়ন ফোরামের বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ সুনামগঞ্জ

ছাতক উপজেলা নারী উন্নয়ন ফোরামের বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জের ছাতক উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে উপজেলা বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি)‘র আওতায় উপজেলার গরীব অসহায় কর্মক্ষম নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বিনামূল্যে সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক - দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। 

বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা  পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি  লিপি বেগমের  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সহধর্মিণী শামীমা ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত মোহাম্মদ লাহিন মিয়া, পৌর সভার প্রতিষ্টাতা মেয়র ও পৌর আওয়ামী লীগের সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, উপকার ভোগী জাঁকিয়া বেগম। 

এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আফছার আহমেদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান, ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নিতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাকির আমিন, মুক্তি যোদ্ধা সন্তান শহিদুল ইসলাম, উপ-প্রশাসনিক কর্মকর্তা অরুণ অধিকারী, সহকারী উপ-প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন জয়, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবুল হাসনাত, উপজেলা যুবলীগ নেতা মিনহাজ তাপস প্রমূখ।

এই বিভাগের অন্যান্য খবর