Opu Hasnat

আজ ৩ জুন শনিবার ২০২৩,

বড়াইগ্রামে ৬৫০ পিচ ইয়াবাসহ আটক ২ নাটোর

বড়াইগ্রামে ৬৫০ পিচ ইয়াবাসহ আটক ২

নাটোরের বড়াইগ্রামে অভিযান চালিয়ে ৬৫০ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিরাজগঞ্জের র‌্যাব-১২ এর একটি দল।  বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জোয়াড়ি রহিমের বটতলা এলাকা থেকে তাদেরকে আটক করে র‌্যাব। 

এসময় তাদের কাছ থেকে ওই ইয়াবা উদ্ধার ও তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার ভবানীপুর ভাটোপাড়া গ্রামের সাগর আলীর ছেলে আব্দুল আলীম (৩৬) ও একই এলাকার আনছার আলীর ছেলে রুবেল হোসেন (৩৫)।  

র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মারুফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে ওই ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা দীর্ঘদিন যাবত ইয়াবা কেনা-বেঁচা করে আসছিলো।