রাজবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা রাজবাড়ী / 
রাজবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে দাড়িয়াবাধা ও প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ ) বিকেলে বীরমুক্তিযোদ্ধা শহিদ আব্দুল আজিজ খুশি রেলওয়ে মাঠে ওই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে রাজবাড়ীর জেলা প্রশাসন।
এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজবাড়ী পৌরসভা, প্রেস ক্লাব, জেলা বার এ্যাসাসিয়েশন, বাজার ব্যাবসায়ী সমিতি ও মুক্তিযোদ্ধা সংসদের খেলোয়ারবৃন্দ অংশ গ্রহন করেন।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে খেলায় অংশ গ্রহনকারী সকল খেলোয়ারের হাতে পুরুষ্কার তুলে দেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। এ সময় পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, অতিরিক্ত জেলা প্রশাসক সাবির্ক সুর্বনা রানী সাহা, স্থানীয় সরকার শাখা উপ পরিচালক আসাদুজ্জামান রিপন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সফিসহ ক্রীড়া প্রেমীরা উপস্থিত ছিলেন।