Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

মোরেলগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষি সংবাদবাগেরহাট

মোরেলগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

বাগেরহাটের মোরেলগঞ্জে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট (আবহাওয়ার সঙ্গে মানানসই) কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন। 

উদ্বোধনকালে তিনি বলেন, নিজেরা স্মার্ট হলেই চলবে না, কৃষকদের স্মার্ট করে গড়ে তুলতে হবে।

সোমবার (২০ মার্চ) সকাল দশটার দিকে মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে রেলি পরবর্তী উদ্বোধনী মেলায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ কথা বলেন।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  এস এম তারেক সুলতানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি অ্যাড. শাহ্-ই আলম বাচ্চু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাট জেলা উপপরিচালক মো. রফিকুল ইসলাম এসময় তার সাথে  ছিলেন। 

সংসদ সদস্য আরও বলেন, প্রতিটি ইউনিয়নের কৃষকদের নিয়ে এ ধরনের কৃষি মেলার আয়োজন করতে হবে। তাহলেই কৃষক লবন সহিষ্ণু চাষাবাদে আগ্রহী হবে। এ চাষাবাদের সফলতা আসলেই কৃষক হবে স্মার্ট।

পরে মেলা উপলক্ষে আয়োজিত কৃষক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার ও সাইফুল ইসলাম হাওলাদার। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এবারের মেলায় কৃষকদের উৎপাদিত নানাধরণের ফসল, ফল ও গাছপালা নিয়ে ১২ টি স্টল বসেছে।