Opu Hasnat

আজ ২ জুন শুক্রবার ২০২৩,

রাজবাড়ীতে টিসিবি’র পন্য বিক্রি শুরু রাজবাড়ী

রাজবাড়ীতে টিসিবি’র পন্য বিক্রি শুরু

রাজবাড়ীতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ( টিসিবি’র ) জরুরী পন্য সরবরাহ শুরু হয়েছে। সোমবার (১৩ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা শহরের বড় বাজারে মেসার্স শামছুল ট্রেডার্সের মাধ্যমে  ৯৩৫ জন ফ্যামিলি কার্ডধারীদের মাঝে জরুরী পন্য হিসেবে প্রতিটি কার্ডের বিপরীতে ২ লিটার সয়াবিন তেল  ২২০ টাকা, ২ কেজি মসুর ডাল ১৪০ টাকা, ১ কেজি চিনি ৬০ টাকা ও ১ কেজি ছোলা ৫০ টাকাসহ ৪৭০ টাকার প্যাকেজ সরবরাহ করা হয়।

এ সময় সুলভমূল্যে বানিজ্য মন্ত্রনালয়ের আওতাধীন এসকল পন্য নিতে ভীর করে কার্ডধারীরা। ডিলারও সুশৃঙ্খলভাবে লাইনে দাড় করিয়ে পন্য বুঝিয়ে দেন।

মেসার্স শামছুল ট্রেডার্সের প্রোপ্রাইটর মোঃ রাশেদুল হক বলেন, টিসিবির পন্য সরবরাহে যাতে কোন প্রকার নয় ছয় না হয় সে জন্য জেলা প্রশাসন থেকে সার্বক্ষনিক মনিটরিং করা হচ্ছে। সোমবার পৌরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের ৯৩৫ জন ফ্যামিলি কার্ডধারীকে ৪৭০ টাকার প্যাকেজে চার ধরনের পন্য সরবরাহ করা হবে। পর্যায়ক্রমে সকল ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়েও এই কার্যক্রম চলবে।