Opu Hasnat

আজ ২ জুন শুক্রবার ২০২৩,

ছাতকে আইডিয়া‘র অবহিত করণ সভা সম্পন্ন সুনামগঞ্জ

ছাতকে আইডিয়া‘র অবহিত করণ সভা সম্পন্ন

সুনামগঞ্জের ছাতকে ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এ্যাফেয়ার্স (আইডিয়া) ‘র উদ্যোগে উপজেলার ৫ টি ইউনিয়নে বন্যা ক্ষতিগ্রস্থ এলাকায় শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করতে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি কমিউনিটি স্কুলের অভিভাবক সদস্য দের নিয়ে এক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায়, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান । 

স্বাগত বক্তব্য রাখেন আইডিয়া‘র নির্বাহী পরিচালক নজমুল হক, প্রকল্প ব্যবস্থাপক এ কে আজাদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সুন্দর আলী, সাইফুল ইসলাম, এডভোকেট সুফি আলম সোহেল, ইউপি সদস্য সাদিকুর রহমান, সাজ্জাদুর রহমান। এসময় সভায় উপস্থিত ছিলেন রাজনীতি বিদ সৈয়দ আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, লাফার্জের ইটিএস প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর হোসেন আহমদ, উপ- সহকারি প্রশাসনিক কর্মকর্তা অরুণ অধিকারী, উপ-প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন প্রমূখ।