Opu Hasnat

আজ ৪ জুন রবিবার ২০২৩,

সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি প্রদান খুলনা

সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি প্রদান

পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি, মানবাধিকার সাংবাদিক ফোরাম (এমএসএফ)এর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, মানবাধিকার কর্মী ও বিশিষ্ট আইনজীবি এফ,এম,এ রাজ্জাক ও তাঁর পরিবারের সদস্যদের নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহার সহ প্রাথমিক তদন্ত ছাড়াই মামলা রেকর্ড করায় পাইকগাছা থানার ওসির শাস্তিমুলক ব্যবস্হা ও অপসারনের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে মানবাধিকার সাংবাদিক ফোরাম (এমএসএফ)।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন দপ্তর বরাবর এ স্মারকলিপি দেন মানবাধিকার সাংবাদিক ফোরামের সদস্যরা। 

স্মারকলিপিতে তারা আগামী ৭ দিনের মধ্যে সাংবাদিক রাজ্জাক ও তার স্ত্রী, পুত্রের নামীয় হয়রানিমুলক মিথ্যা মামলাটির ফাইনাল রিপোর্ট দেওয়ার ব্যবস্হা গ্রহন এবং সরকার ও পুলিশের ভাবমূর্তি নষ্টকারী এবং প্রাথমিক তদন্ত ছাড়াই মামলা নিয়ে সাংবাদিক হয়রানীকারী ওসি মো: জিয়াউর রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা সহ ৭ দিনের মধ্যে অপসারণ দাবী সহ পরবর্তীতে দক্ষিঞ্চালের আর কোন সাংবাদিক অযথা মিথ্যা মামলায় পুলিশী হয়রানীর শিকার না হয় তার সু-ব্যবস্থা গ্রহনের দাবি তুলে ধরেন।

এই বিভাগের অন্যান্য খবর