Opu Hasnat

আজ ২১ মার্চ মঙ্গলবার ২০২৩,

করোনায় দেশে মৃত্যুহীন দিনে আক্রান্ত ১২, সুস্থ ২৬৮ স্বাস্থ্যসেবা

করোনায় দেশে মৃত্যুহীন দিনে আক্রান্ত ১২, সুস্থ ২৬৮

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় কোন প্রানহানি হয়নি। ফলে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা অপরিবর্তিত ২৯,৪৪৩ জনই রয়েছে।

এসময় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১২ জন। ফলে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ২০,৩৭,৬০০ জন।

এ সময় ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গহীন রোগীসহ সুস্থ হয়েছেন ২৬৮ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ১৯,৯৩,৯৬৮ জন।

শনিবার (০৪ ফেব্রুয়ারী ‘২৩) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, করোনাভাইরাসে থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয় এ বিজ্ঞপ্তিতে।