Opu Hasnat

আজ ২২ মার্চ বুধবার ২০২৩,

গত ২৪ ঘন্টায় করোনায় দেশে একজনের মৃত্যু, আক্রান্ত ১০, সুস্থ ২১৫ স্বাস্থ্যসেবা

গত ২৪ ঘন্টায় করোনায় দেশে একজনের মৃত্যু, আক্রান্ত ১০, সুস্থ ২১৫

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় একজনের প্রানহানি হয়েছে। ফলে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৯,৪৪২ জনে।

এসময় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১০ জন। ফলে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ২০,৩৭,৫১৬ জন।

এ সময় ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গহীন রোগীসহ সুস্থ হয়েছেন ২১৫ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ১৯,৯২,২২৪ জন।

শনিবার (২৮ জানুয়ারী ‘২৩) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, করোনাভাইরাসে থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয় এ বিজ্ঞপ্তিতে।