Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

তিন ঘণ্টা পর সৈয়দপুরে বিমান চলাচল স্বাভাবিক নীলফামারী

তিন ঘণ্টা পর সৈয়দপুরে বিমান চলাচল স্বাভাবিক

তিন ঘণ্টা পর নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে এই বিমানবন্দরে শুক্রবার (২৭ জানুয়ারি)  সকাল ১০টা থেকে বিমান ওঠানামা বন্ধ থাকে, দুপুর ১টার দিকে চলাচল স্বাভাবিক হয়। তবে এই সময়ে কোনো ফ্লাইট বাতিল হয়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বলেন, ঘন কুয়াশা কেটে গেলে দুপুর ১টার দিকে বিমান চলাচল স্বাভাবিক হয়। তবে ঘন কুয়াশার কারণে কোনো বিমানের ফ্লাইট বাতিল করা হয়নি।’

সৈয়দপুর বিমানবন্দরের আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন বলেন, শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে বিমানবন্দর অঞ্চল। সকাল ৯টায় রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল মাত্র ১০০ মিটার। সকাল সাড়ে ১০টায় দৃষ্টিসীমা ৩০০ মিটার এবং ৩০ মিনিটের ব্যবধানে বেলা ১১টায় তা ৭০০ মিটারে গিয়ে দাঁড়ায়।

বিমানবন্দরে বিমান ওঠানামার জন্য দৃষ্টিসীমা ২ হাজার মিটার থাকতে হয় বলে জানান লোকমান হোসেন। তিনি আরও বলেন, আজ ঘন কুয়াশা কেটে যেতে দুপুর পর্যন্ত সময় লাগে। এই অঞ্চলে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এই বিভাগের অন্যান্য খবর