Opu Hasnat

আজ ২৭ মার্চ সোমবার ২০২৩,

মাগুরায় আইনজীবীদের নিয়ে যক্ষা সচেতনতা বিষয়ক কর্মশালা মাগুরা

মাগুরায় আইনজীবীদের নিয়ে যক্ষা সচেতনতা বিষয়ক কর্মশালা

মাগুরায় আইনজীবীদের নিয়ে জেলা ব্র্যাকের আয়োজনে দিনব্যাপী যক্ষা সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের মীরপাড়া ব্র্যাক সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

জেলা ব্র্যাকের সমন্বয়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার বিশ্বাস, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সাজিদুর রহমান সংগ্রাম, ব্যাকের এরিয়া সুপারভাইজার এএসএম মিজানুর রহমান। 

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে ছিলেন ব্র্যাকের লার্নিং ফ্যাসিলেটর মোহাম্মদ মাসুম বিল্লাহ। কর্মশালায় জানানো হয়, আগামী ২০৩৫ সালের মধ্যে দেশ থেকে যক্ষা নির্মুল করতে সরকার ও স্বাস্থ্য বিভাগের সাথে ব্র্যাক কাজ করে যাচ্ছে। যক্ষা দুর করতে সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধিতে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই কর্মশালায় আইনজীবী, সেচ্ছাসেবী কর্মিগন ও প্রিন্ট ও ইলেকট্রনিস্ক মিডিয়ার সাংবাদিকগন অংশ গ্রহন করে।