Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

পদ্মায় জেলের জালে সাড়ে দশ কেজি’র আইড় ও ১২ কেজি’র বাঘাইড়! রাজবাড়ী

পদ্মায় জেলের জালে সাড়ে দশ কেজি’র আইড় ও ১২ কেজি’র বাঘাইড়!

রাজবাড়ীর পদ্মানদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি আইড় মাছ ধরা পরেছে। ওজন দিয়ে দেখা গেছে মাছটি সাড়ে দশ কেজির।

রবিবার (২২ জানুয়ারী) বেলা ১২ টার সময় দৌলতদিয়া ফেরিঘাটের ৭ নম্বর ঘাটের নীচে জেলে জিন্নাহ হলদারের জালে মাছটি ধরা পরে। এ সময় মাছটি স্থানীয় মহন মন্ডলের আড়তে নিয়ে আসলে ২ হাজার টাকা কেজি দরে মাছটি কিনে নেন শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া।

শাকিল সোহান মৎস্য আড়তের মালিক মোঃ শাজাহান মিয়া জানান, আইড় মাছটি ২ হাজার টাকা কেজি দরে কিনে নিয়ে মোবাইলে যোগাযোগ করে ঢাকার এক শিল্পপতির কাছে ২ হাজার ১০০ টাকা কেজি দরে ২২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। 

গোয়ালন্দ উপজেলার সিনিয়ার মৎস্য কর্মকর্তা টিপু সুলতান বলেন, পদ্মা নদীর পানি কমে যাওয়ায় ও ইলিশ রক্ষা অভিযান সফল হওয়ায় মাঝে মধ্যেই এমন বড় বড় মাছ ধরা পরছে। এতে স্থানীয় জেলে ও মাছ ব্যবসায়ীরা উভয়েই লাভবান হচ্ছে।  

অপরদিকে, জেলার পদ্মা ও যমুনার মোহনায় জেলের জালে বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পরেছে। ওজন দিয়ে দেখা গেছে মাছটি সাড়ে বারো কেজি ওজনের।

রবিবার (২২ জানুয়ারী) দুপুরে আরিচা ঘাট এলাকার জেলে গোবিন্দ ঘোষের জালে মাছটি ধরা পরে। মাছটিকে দৌলতদিয়া ঘাটের মাছের আড়তে নিয়ে আসলে ১ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ১৫ হাজার টাকায় কিনে নেন চাদনী এন্ড আরিফা মৎস্য আড়তের মালিক মোঃ চান্দু মিয়া।

মালিক মোঃ চান্দু মিয়া বলেন, রবিবার দুপুরে ধরা পরা মাছটি কিনে নেওয়ার পর কেজি প্রতি ১ শত টাকা লাভে ১ হাজার ৩০০ টাকা দরে মোট ১৬ হাজার ২৫০ টাকায় ঢাকার এক ব্যাবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে।