দশম শ্রেণীর ছাত্রীকে বিয়ে দেওয়ার অপরাধে মাকে কারাদণ্ড বাগেরহাট / 
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে শনিবার (২১ জানুয়ারি) বিকেলে দশম শ্রেনী পড়ুয়া ছাত্রীকে বিবাহ দেওয়ার অপরাধে মেয়ের মাকে এক মাসের কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, রামচন্দ্রপুর ইউনিয়নের ঝিলবুনিয়া গ্রামের ১০ শ্রেণী পড়ুয়া মরিয়ম আক্তার নামে এক স্কুলছাত্রীর বাল্য বিবাহের আয়োজন করা হয়। কনের বয়স ১৫ বছর ২০ দিন হওয়ায় অভিভাবকদের এ বিয়ে বন্ধ করতে বলার পরেও বন্ধ না করে ঘটা করে বিয়ের আয়োজন শুরু করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট এস এম তারেক সুলতান অভিযান পরিচালনা করেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বর পক্ষ পালিয়ে যায় এবং কনের পিতা ও অন্যান্যরা কণ্যাকে নিয়ে গাঁঢাকা দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম তারেক সুলতান ভ্রাম্যমান আদালত বসিয়ে কনের মা লাবনী বেগমকে আটক করে বাল্যবিবাহ ও সরকারি কাজে বাঁধা দেয়ার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম তারেক সুলতান।