Opu Hasnat

আজ ৩১ মার্চ শুক্রবার ২০২৩,

বড়াইগ্রামে হাতকড়া পড়া ও পা বাঁধা যুবকের মৃতদেহ উদ্ধার নাটোর

বড়াইগ্রামে হাতকড়া পড়া ও পা বাঁধা যুবকের মৃতদেহ উদ্ধার

নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়নের মাঝগাঁও গ্রামের বোয়লিয়া বিলের মধ্যে হাত কড়া পড়া ও পা বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবক (৩৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে স্থানীয় কৃষকেরা জমিতে কাজ করতে গিয়ে লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।  

স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান মাস্টার জানান, জিন্স শার্ট ও হালকা খাকি রংয়ের প্যান্ট পরিহিত লাশটি বোয়ালিয়া বিলের মাঝখানে উপুড় হয়ে পড়ে ছিলো। তার দু'হাত পেছনে এবং তা হাতকড়া দিয়ে আটকানো ছিলো। এছাড়া দু'পা রশি দিয়ে বাঁধা ছিলো।   

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, হাতকড়া ও মৃতদেহ উদ্ধারের বিষয়টি থানা পুলিশ গুরুত্বের সাথে পর্যালোচনা করছে এবং এ বিষয়ে তদন্ত শুরু করা হবে এই জন‍্য সি আই ডি স্পেশাল বেঞ্চকে দায়িত্ব দেয়া হচ্ছে এবং লাশ সনাক্তকরণের চেষ্টা করছে পুলিশ।