Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

রেলের ধাক্কায় ১ জনের মৃত্যু কুমিল্লা

রেলের ধাক্কায় ১ জনের মৃত্যু

কুমিল্লার সদর দক্ষিণে রেলের ধাক্কায় ইরাজুল ইসলাম (৩০) নামের এক দিনমজুর নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিজয়পুর বাজার সংলগ্ন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনের ধাক্কায় তিনি মারা যায় সে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন চৌধুরী এতথ্য নিশ্চিত করেছেন। ইরাজুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার উত্তর কোমরপুর ফরায়েজী পাড়ার আবদুল কাদিমের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জসিম উদ্দিন জানান, দৈনিক হাজিরায় কাজের উদ্দেশ্যে শুক্রবার সকালে কুড়িগ্রাম থেকে কুমিল্লায় আসেন কয়েকজন শ্রমিক। তাদের মধ্যে ইরাজুল ইসলামও ছিলেন। বিজয়পুর স্কুলের সামনে রেললাইন এলাকায় কাজের জন্য অপেক্ষায় ছিলেন তারা। হঠাৎ ট্রেন আসার শব্দে তাড়াহুড়ো করে রেললাইন পার হতে গিয়ে সঙ্গে থাকা প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যাগ ফেলে আসেন ইরাজুল। পরে ব্যাগের জন্য আবার ছুটে যান রেললাইনের ওপর। এ সময় ট্রেনের ধাক্কায় তার মাথা থেঁতলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

খবর পেয়ে দুপুর দেড়টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।