Opu Hasnat

আজ ২৭ মার্চ সোমবার ২০২৩,

মাগুরায় এক রাতে বিএনপির ১৪ নেতাকর্মি গ্রেফতার মাগুরা

মাগুরায় এক রাতে বিএনপির ১৪ নেতাকর্মি গ্রেফতার

মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মদ, সদস্য সচিব আখতার হোসেনসহ ১৪ নেতা কর্মীকে গ্রেফতার করেছে মাগুরা থানা পুলিশ। আলী আহম্মদ এর স্ত্রী জানান, সোমবার রাত ১ টার সময় সাদা পোষাকে একদল পুলিশ তার বাসভবনে ঢুকে তাকে তুলে নিয়ে যায়। 

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান আটকের কথা স্বীকার করে বলেন, মোট ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে নিয়মিত মামলার আসামী রয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, বিশেষ অভিযানের আওতায় তাদের গ্রেফতার করা হয়েছে। জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব এর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বলেও তিনি জানান। 

বিএনপির পক্ষ থেকে আটক ১৪ জন তাদের নেতা কর্মী বলে দাবি করা হয়েছে। জেলা বিএনপির ফারুকুজ্জামান ফারুক, সৈয়দ রফিকুল ইসলাম তুষার তাদের গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে মুক্তি দাবি করেছেন।