Opu Hasnat

আজ ২৯ নভেম্বর বুধবার ২০২৩,

পর্তুগালকে বিদায় দিয়ে সেমিফাইনালে মরক্কো খেলাধুলা

পর্তুগালকে বিদায় দিয়ে সেমিফাইনালে মরক্কো

আবারও রূপকথার জন্ম দিলো মরক্কো। নতুন ইতিহাস গড়ে পর্তুগালকে হারিয়ে জায়গা করে নিলো সেমিফাইনালে। বিশ্বকাপের সবচেয়ে কঠিন গ্রুপের হয়ে পথচলা শুরু। এরপর চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় উঠে আসা। সেখানে স্পেনের মতো দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা করা মরক্কো এবার জন্ম দিলো রূপকথার। পর্তুগালকে হারিয়ে আফ্রিকার প্রথম কোনো দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আশ্রাফ হাকিমির দল।

বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে শনিবার আল থুমামা স্টেডিয়ামে পর্তুগালকে ১-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে মরক্কো। দলের হয়ে ম্যাচের ৪২ মিনিটে একমাত্র গোলটি করেন ইউসেফ আল নেসিরি।

এদিকে, শেষ মুহুর্তে প্রাণপন চেষ্টা চালায় পর্তুগাল। তবে শেষ রক্ষা করতে পারেননি রোনাল্ডোরা।