Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

ছাতকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত সুনামগঞ্জ

ছাতকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

সুনামগঞ্জের ছাতকে ❝দুর্নীতির বিরুদ্ধে ঐক্য বদ্ধ বিশ্ব❞ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় সকালে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, দুর্নীতি বিরোধী মানব বন্ধন, দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা সহ নানা কর্মসূচী পালন করা হয়েছে। 

শুক্রবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমিনের পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরের জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি ইসলাম উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিপি বেগম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী, রিসোর্স সেন্টারের ইনস্ট্রক্টর মোস্তফা আহসান হাবিব, পি আই ও কেএম মাহবুব রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস, সিলেট বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ফাতেমা বেগম, ছাতক অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক অলিউর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, আলহাজ্ব আব্দুস সামাদ,আলহাজ্ব নাসির উদ্দীন, এস এস কে এস ম্যানেজার সপ্নাবেগম।

এ সময় সভায় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর রত্না রানী দাস, নুরেছা বেগম, সি এ জয়দেবনাথ, শিক্ষক তমাল পোদ্দার, তথ্য আপা বিউটি চক্রবর্তী, লিপি আচার্য্য, ডা. সালেহা আক্তার শিল্পী, দিগ্বিজয় কর রাজু, শিক্ষক বাবর আহমদ, প্রমুখ। 

এছাড়া দুর্নীতি বিরোধী মানব বন্ধনে শিক্ষক শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকুরীজীবী, পেশাজীবী, বিভিন্ন বিদ্যালয়ের স্কাউট দল, গার্লস গাইড, সুশীল সমাজ সহ সকল শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্যান্য খবর