Opu Hasnat

আজ ১ মার্চ শুক্রবার ২০২৪,

সৈয়দপুরে কবি রফিক জিবরানের বিদায় সংবর্ধনা নীলফামারী

সৈয়দপুরে কবি রফিক জিবরানের বিদায় সংবর্ধনা

কবি সৈয়দা রুখসানা জামান শানুর সভাপতিত্বে সাহিত্যাঙ্গন বাংলাদেশ ও বাংলা-বঙ্গ সাঁকো লিটিলম্যাগ এর আয়োজনে টাইমটাচ নিউজ ডটকম নিউজ পোর্টালের সৈয়দপুর কার্যালয়ে কবি রফিক জিবরানের রচিত আধাসিকির মিহিদানা গ্রন্থের আলোচনা ও কবির বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট নাট্য ব্যক্তি অধ্যক্ষ হাফিজুর রহমান হাফিজ। অনান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সৈয়দপুর শিক্ষা একাডেমিক সুপারভাইজার বিশিষ্ট কথাসাহিত্যিক ও কবি হোসাইন মুহম্মদ আনোয়ার, সহকারি অধ্যাপক কবি সাইফুল ইসলাম, পাঠক ফোরামের সাগর কুমার সরকার, উর্দু কবি মাজিদ ইকবাল, আব্দুস সালাম হামিদ, রিজভী হাসনাত প্রমূখ। অনুষ্ঠানের গেস্ট অব অনার ছিলেন ইউএনডিপির এরিয়া ম্যানেজার বিশিষ্ট কবি রফিক জিবরান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনুজ কবি চন্দন চন্দ্র মহন্ত।