Opu Hasnat

আজ ৫ ডিসেম্বর মঙ্গলবার ২০২৩,

ডেঙ্গুতে দেশে মৃত্যুহীন দিনে হাসপাতালে ভর্তি ৩৬৬ স্বাস্থ্যসেবা

ডেঙ্গুতে দেশে মৃত্যুহীন দিনে হাসপাতালে ভর্তি ৩৬৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কোন প্রাণহানী হয়নি। একই সময় আরও ৩৬৬ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৬৬ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২১০ জন ও ঢাকার বাইরে ১৫৬ জন।  

বর্তমানে সারাদেশে এক হাজার ৮৩৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ৮৪ জন ও ঢাকার বাইরে ৭৫৩ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৬ হাজার ৪৯৬ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৩৬ হাজার ১৫ জন ও ঢাকার বাইরে ২০ হাজার ৪৮১ জন।

একই সময়ে সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৫৪ হাজার ৪১২ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৩৪ হাজার ৭৮১ জন ও ঢাকার বাইরে ১৯ হাজার ৬৩১ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪৭ জন মারা গেছেন।