Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

অস্ত্র মামলায় জি কে শামীম ও দেহরক্ষীদের যাবজ্জীবন আইন ও আদালত

অস্ত্র মামলায় জি কে শামীম ও দেহরক্ষীদের যাবজ্জীবন

বিতর্কিত ঠিকাদার এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম এবং তার সাত দেহরক্ষীর অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। ঢাকার ৪ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এ মামলার রায় ঘোষণা করেন।

মামলার অপর আসামিরা হলেন– জি কে শামীমের দেহরক্ষী দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, সহিদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।

২০২০ সালের ২৮ জানুয়ারি অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলায় তাদের বিচার শুরুর আদেশ দিয়েছিল আদালত। রাষ্ট্রপক্ষে মোট ১০ জনের সাক্ষ্যগ্রহণ এবং যুক্তিতর্ক শুনানি শেষে গত ২৮ অগাস্ট বিচারক রায়ের জন্য দিন ঠিক করে দেন। 

রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর সালাহউদ্দিন হাওলাদার আসামিদের সর্বোচ্চ শাস্তির রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

এদিকে, জি কে শামীমের আইনজীবী শাহীনুর ইসলাম অনি বলেন, “আমার মক্কেলের ওপর অন্যায় করা হয়েছে। যে ধারায় অভিযোগ গঠন করা হয়েছে সে ধারায় সাজা হয়নি। আমাকে তো চার্জ অলটারের বিষয় জানানো হয়নি।”