Opu Hasnat

আজ ২৩ সেপ্টেম্বর শনিবার ২০২৩,

মৃত্যুর আড়াইমাস পর রহস্য উন্মোচনে কবর থেকে যুবকের লাশ উত্তোলন সিরাজগঞ্জ

মৃত্যুর আড়াইমাস পর রহস্য উন্মোচনে কবর থেকে যুবকের লাশ উত্তোলন

ইসমাইল হোসেন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরে আদালতের নির্দেশে দাফনের আড়াই মাস পর কবর থেকে আলামিন হোসেন (৪৫) নামে এক যুবকের লাশ উত্তোলন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বেলতৈল ইউনিয়নের চরবেলতৈল কবরস্থান থেকে লাশটি উঠানো হয়।

মৃত আলামিন চরবেলতৈল গ্রামের মৃত হামিদুল হকের ছেলে। লাশ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, শাহজাদপুর থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল মজিদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এলাকাবাসী জানান, গত ৩ জুলাই গরু ব্যবসায়ী আলামিন হোসেন গরু বিক্রির উদ্দেশ্যে এলাকার কয়েকজনকে সাথে নিয়ে ট্রাকে করে নিজ এলাকা থেকে ঢাকার পথে রওয়ানা হয়। পথে টাঙ্গাইল রেলগেইটে ট্রাকটি থামলে আলামিন প্রকৃতির ডাকে সারা দিতে ট্রাক থেকে নেমে যায়। দীর্ঘক্ষণ অতিবাহিত হয়ে গেলেও আলামিন আর ফিরে আসে না। পরে তার সাথে থাকা অন্যন্যরা তাকে খুঁজতে গিয়ে দেখে রেলগেটের পাশে একটি ক্ষেতের মধ্যে আলামিনের খণ্ডিত লাশ পড়ে আছে।

সবাই ধারণা করে রেলে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। পরে কমলাপুর রেলওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করে। স্বজনেরা লাশ নিয়ে এসে নিজ গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন করে।

এ ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়। তার কিছুদিন পর নিহত আলামিনের মা আবেদা বেগম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, তার ছেলেকে হত্যা করা হয়েছে। ফলে তিনি বাদী হয়ে গত ৫ সেপ্টম্বর ৬ জনকে আসামি করে শাহজাদপুর চৌকি আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় বিজ্ঞ আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে শাহজাদপুর থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল মজিদ জানান, নিহতের মা আবেদা বেগম বাদী হয়ে আদালতে মামলা করার পরিপেক্ষিতে আদালতের নির্দেশে আমরা লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।