আগুনে পুড়ে ২ প্রতিবন্ধী ভাইয়ের মৃত্যু কুমিল্লা / 
কুমিল্লায় আগুনে পুড়ে প্রতিবন্ধী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
আগুনে পুড়ে মারা যাওয়া ২ জন হলেন- মানসিক প্রতিবন্ধী মো. শাহজাহান (২৮) ও শারীরিক প্রতিবন্ধী সোহাগ মিয়া (১৮)। তারা ঐ গ্রামের মৃত আমান মিয়ার ছেলে। শনিবার তাদের স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিক প্রতিবন্ধী শাহজাহান হঠাৎ করে নিজেই তাদের বসতঘরে আগুন ধরিয়ে দেন। এরপর শারীরিক প্রতিবন্ধী ছোট ভাই সোহাগকে আগুনে ফেলে নিজেও ঝাঁপ দেন। এ সময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হন। তারা বাঁচার জন্য চিৎকার করতে থাকেন। এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে বসতঘরসহ দুই ভাই আগুনে পুড়ে মারা যান।