জহির খান এর টেলিছবি "যে গল্প বলা হয়নি" বিনোদন / 
সাত্তার সাহেবের পুরোনো দু’তলা একটি বাড়ি রয়েছে। এ বাড়ির একটি ফ্ল্যাটে মেয়ে ঝুম্পাকে নিয়ে বসবাস করেন তিনি। অনেক আগে সাত্তারের স্ত্রী মারা গেছেন। তারপর থেকে ঝুম্পা এ সংসার সামলে রাখেন। সংসার সামলাতে গিয়ে তার পড়াশোনা বেশি দূর আগায়নি।
খুব বেশি মানুষের সঙ্গে মেলামেশাও করেন না ঝুম্পা। নিজের কাজ শেষে একটি পুরোনো গল্পের বই নিয়ে ছাদের কোণায় বসে থাকে। মাঝে সাঝে একা একাই কাকপাখির সঙ্গে কথা বলেন। ছাদের কোণায় দু’ কামরার চিলেকোঠায় ভাড়া থাকতেন বয়স্ক এক হস্ত বিশারদ। তার সঙ্গে মাঝেসাঝে জমিয়ে আড্ডা দিতেন ঝুম্পা। কিন্তু ওই চিলোকোঠায় নতুন ভাড়াটে এসেছে এক যুবক। কেমন যেন কঠিন চোখে মাঝে মাঝে ঝুম্পার দিকে তাকায় সে।
ঝুম্পা প্রথমদিকে দু’একবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন। কিন্তু মুখটা অমন শক্ত করে রাখলে কখনো কারো সঙ্গে কথা বলা যায় নাকি? কিন্তু একদিন সেই অদ্ভূত লোকটি নিজেই এগিয়ে গিয়ে ঝুম্পার সঙ্গে কথা বলতে শুরু করে। ঝুম্পার সঙ্গে দ্রুত একটা সম্পর্ক তৈরি হয়ে যায় ফয়সাল নামে এই যুবকের। টেলিছবি প্রচার হবে আগামী ২ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ৩ টায় চ্যানেল আই এ।