Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

সাভারে বিএসটিআই’র অভিযানে এক প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা ঢাকা

সাভারে বিএসটিআই’র অভিযানে এক প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

ঢাকার অদূরে সাভারে বিএসটিআই’র অভিযানে এক প্র্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা ও অবৈধ মালামালসহ নকল নিমপাতা কয়েল ধ্বংস করা হয়েছে এবং কারখানা সীলগালা করা হয়।

সোমবার (২৯ আগষ্ট) ঢাকার সাভার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ অনুসারে শরীফ ফুড প্রোডাক্টস এর ওজন যন্ত্র যাচাই করে সঠিক পাওয়া যায়। অকটেন, পেট্রোল ও ডিজেল পণ্যের পরিমাপ যাচাই করে রাজ ফিলিং স্টেশন ও সনি ফিলিং স্টেশন ও আনোয়ার ফিলিং স্টেশন-এর পরিমাপ সঠিক পাওয়ায় তাদের-কে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। 

এছাড়াও বিএসটিআই আইন আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক মশার কয়েল পণ্য তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাত করায় আহম্মেদ এন্টারপ্রাইজকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা ফিল্ড অফিসার (সিএম) ইবাদত মানিক ও পরিদর্শক (মেট) আহম্মেদ হোসেন দায়িত্ব পালন করেন।