Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

রাজবাড়ীতে সাবেক গন পরিষদ সদস্য ও মুক্তিযুদ্ধের সংগঠক

মরহুম কাজী হেদায়েত হোসেনের ৪৭তম শাহাদাত বার্ষিকী পালন রাজবাড়ী

মরহুম কাজী হেদায়েত হোসেনের ৪৭তম শাহাদাত বার্ষিকী পালন

রাজবাড়ীতে সাবেক গোয়ালন্দ মহকুমা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সাবেক গন পরিষদ সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী হেদায়েত হোসেনের ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। 

বাংলাদেশ আওয়ামী লীগ রাজবাড়ী পৌর শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৮ আগষ্ট) বিকেলে মরহুম কাজী হেদায়েত হোসেনের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ রাজবাড়ী পৌর শাখার সভাপতি এ্যাডভোকেট উজির আলী শেখের সভাপতিত্বে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা জিল্লুল হাকীম এমপি, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী,সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক শেখ সোহেল রানা টিপু, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, পৌর মেয়র আলমগীর শেখ তিতু, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হেদায়েত আলী সোহরাব, এ্যাডভোকেট শফিকুল আজম মামুন, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি লিয়াকত আলী চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, যুব লীগ রাজবাড়ী সদর উপজেলার সাধারন সম্পাদক শওকত হাসান বক্তৃতা করেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফি । পরে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।

এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে  থেকে বের করা হয় একটি শোক র‌্যালী। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মরহুমের কবর জিয়ারত করে পুনরায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কাজী হেদায়েত হোসেনের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন করেন, জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছা সেবক লীগ, কৃষক লীগসহ বিভিন্ন সংগঠন।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার তিন দিন পর ১৮ আগষ্ট ঘাতকরা সাবেক গোয়ালন্দ মহকুমা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সাবেক গন পরিষদ সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী হেদায়েত হোসেনকে নির্মমভাবে গুলি করে হত্যা করে।