Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

বোমা হামলার প্রতিবাদে দুর্গাপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল নেত্রকোনা

বোমা হামলার প্রতিবাদে দুর্গাপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল

২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করেছে উপজেলা যুবলীগ। বুধবার (১৭ আগস্ট) দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইসচেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি এর নের্তৃত্বে এক বিশাল বিক্ষোভ মিলিছ পৌর শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, যুগলীগের সহ:সভাপতি পাভেল চৌধুরী, সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জি যুগ্নসাধারণ সম্পাদক শাহীন মিয়া, যুবলীগ নেতা আহাম্মদ মড়ল, মো. আলা আমিন, সাহাদাত হোসেন, নুর নবী, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, নাইম উদ্দিন রিজভী প্রমুখ। 

বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ জঙ্গিবাদ মুক্ত হয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকার এ দেশকে জঙ্গিবাদের দেশ বানিয়েছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট যারা জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল তারা মাথা চাড়া দিচ্ছে। তাদের প্রতিহত করতে দেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।