Opu Hasnat

আজ ৬ অক্টোবর বৃহস্পতিবার ২০২২,

ব্রেকিং নিউজ

লালপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু নাটোর

লালপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নাটোরে লালপুরে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে । বুধবার (১৭ অগাস্ট) বিকেলে উপজেলার কৃষ্ণরামপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়ভাবে জানা যায়, বুধবার (১৭ আগষ্ট) বিকেলে উপজেলার কৃষ্ণরামপুর গ্রামের সাজেদুলের ছেলে আলিফ (৪) শাহিনুরের ছেলে শান্ত (৩)বাড়ির পার্শ্বে খেলাধুলা করছিল। পরিবারের সদস্যরা তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। বাড়ির পার্শ্বে পুকুর হতে স্হানীয়রা ছেলে দুটি উদ্ধার করে লালপুর হাসপাতালে নিয়ে যায়।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিক্যাল অফিসার ডা. রেজওয়ানুল হক জানান শিশুদের হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে মৃত ঘোষণা করা হয়।