Opu Hasnat

আজ ৬ অক্টোবর বৃহস্পতিবার ২০২২,

ব্রেকিং নিউজ

বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে মাগুরায় সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান মাগুরা

বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে মাগুরায় সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান

বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় সোমবার মাগুরায় পালিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন হতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী ও পদক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন। 

দিনটি পালন উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক ড. আশরাফুল আলম ৩০ জন অসচ্ছল নারীদের মাঝে ৩০ টি সেলাই মেশিন ও ৩০ জন অসচ্ছল নারীদের মাঝে জনপ্রতি ২৫০০ টাকা হারে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে মাগুরা সদর উপজেলায় ১৮ জন, শ্রীপুর উপজেলায় ৪ জন, শালিখা উপজেলায় ৪ জন ও মহাম্মদপুর উপজেলায় ৪ জন কে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা পর্যায়ের কর্মকর্তা, অসহায় উপকারভোগী ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।