Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

রাজবাড়ী জেলা কৃষক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ রাজবাড়ী

রাজবাড়ী জেলা কৃষক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

রাজবাড়ী জেলা কৃষক দলের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে সারাদেশে লোডশেডিং, জ্বালানি তেল ও সারের মূল্য বৃদ্ধি এবং ভোলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য ও ছাত্রদল সভাপতি নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ আগস্ট) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে  বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টু, সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলম, জেলা কৃষকদলের আহবায়ক মোঃ আইয়ুবুর রহমান, সদস্য সচিব একেএম সিরাজুল ইসলাম প্রমুখ।
 
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সংক্ষিপ্ত বক্তৃতায় বক্তারা বলেন, সারাদেশে লোডশেডিং, জ্বালানী তেল ও সারের মূল্য বৃদ্ধির জন্য সরকার দায়ী। ভোলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য রহিম এবং  ছাত্রদল সভাপতি নূরে আলম হত্যাকান্ডে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দ্রুত বিচার দাবি করছি। সরকার পতনের জন্য দলীয় নেতাকর্মীদের আন্দোলন জোরদার করতে হবে এবং বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নির্দলীয় তত্তবাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ারও দাবি জানান।