Opu Hasnat

আজ ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০২৩,

ব্রেকিং নিউজ

ফরিদপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ফরিদপুর

ফরিদপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার সকাল ১১টায়  ফরিদপুর শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ শিক্ষক সমিতির ফরিদপুর সদর উপজেলা শাখার  সভাপতি ও ঈশান ইনস্টিটিউশনের  প্রধান  শিক্ষক এ কে এম ইউসুফ আলীর  সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, শিক্ষাবিদ রমেন্দ্রনাথ রায় কর্মকার, প্রথম আলোর প্রতিনিধি সাংবাদিক পান্না বালা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়  প্রধান শিক্ষক মরিুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন কানাইপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুলতানা কবির।

আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা শিক্ষকদের বিভিন্ন বৈষম্য তুলে ধরে এর অবসানে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের দাবি জানান। 

এই বিভাগের অন্যান্য খবর