Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই বিনোদন

জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই

বরেন্য অভিনেত্রী, ঢাকাই সিনেমা ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন। শুক্রবার (৮ জুলাই) ভোরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৭৫ বছর। এসব তথ্য নিশ্চিত করেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম।

ক্যারিয়ারের শুরুতে শর্মিলী আহমেদ ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভনেত্রী, পরবর্তীতে ছোট পর্দার জনপ্রিয় মা, দাদী কিংবা ভাবী এসব ধরনের চরিত্রেই সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন।

ক্যানসারে আক্রান্ত ছিলেন শর্মিলী আহমেদ। ‘কিছুদিন আগে শর্মিলী আপার শরীরে ক্যানসার ধরা পড়ে। এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান তিনি। এখন হাসপাতাল থেকে তার মরদেহ উত্তরার বাসায় নিয়ে যাওয়া হচ্ছে; বাসায় নেওয়ার পর দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।’ 

শর্মিলী আহমেদের প্রকৃত নাম মাজেদা মল্লিক। ১৯৪৭ সালের ৮ মে রাজশাহীতে তার জন্ম। রাজশাহী বেতারের শিল্পী ছিলেন তিনি। তার প্রথম সিনেমা উর্দু ভাষায় নির্মিত ‘ঠিকানা’ মুক্তি পায়নি। ষাটের দশকে সুভাষ দত্তের ‘আলিঙ্গন’, ‘আয়না ও অবশিষ্ট’, ‘আবির্ভাব’ সিনেমায় অভিনয় করে নায়িকা হিসেবে সুনাম কুড়ান। বেশ কিছু উর্দু ভাষার সিনেমাতে অভিনয় করেছেন তিনি।

স্বামী পরিচালক রূপকারের (রকিবউদ্দিন আহমেদ) ‘পলাতক’ সিনেমাতেও অভিনয় করেন শর্মিলী আহমেদ। স্বাধীনতার পরে ‘রূপালী সৈকতে’, ‘আগুন’, ‘দহন’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন। ‘আগুন’ সিনেমায় প্রথম মায়ের চরিত্রে অভিনয় করেন। তা ছাড়া কয়েক শ টিভি নাটকে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ।