Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

এক কলেজের মেডিক্যালে ৩৯ জন, ৩১ জন ঢাবিতে এবং বুয়েটে ১৬ জন

শিক্ষাক্ষেত্রে সৈয়দপুর উপজেলার অভাবনীয় সাফল্য নীলফামারী

শিক্ষাক্ষেত্রে সৈয়দপুর উপজেলার অভাবনীয় সাফল্য

ছোট একটি উপজেলা সৈয়দপুর। আবার এ উপজেলা শিক্ষানগরি হিসেবেও খ্যাত। আশ-পাশের প্রায় ১২টি উপজেলা থেকে ছাত্র-ছাত্রি লেখা পড়া শিখতে এ উপজেলায় আসেন। এবার ভর্তি পরীক্ষায় নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ৩১জন শিক্ষার্থী একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ক’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমর্ষে ভর্তির সুযোগ পেয়েছেন।এর মধ্যে ২৬ জন ছেলে ও পাঁচজন মেয়ে। বিষয়টি  নিশ্চিত করেছেন এত্র কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক।

সূত্র জানায়, সোমবার ঢাবির বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ফল প্রকাশিত হয়। এতে দেখা গেছে, ৩১ শিক্ষার্থী একসঙ্গে ঢাবিতে ভর্ত্রি সুযোগ পেয়েছেন। 

জানা যায়, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট ২৬৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৬৫ জন উত্তীর্ণ হন। এর মধ্যে ২৪৯ জন জিপিএ-৫ পেয়েছেন। এছাড়া এবার ১৬ জন বুয়েটে ও ৩৯ জন শিক্ষার্থী বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে ভর্র্তির সুযোগ পেয়েছেন।

অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক আরো বলেন, সৈয়দপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এটি। এ কলেজের শিক্ষার্থীরা বরাবরই বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় মেধার স্বাক্ষর রাখছেন। শিক্ষার্থীদের এ অর্জনে আমরা গর্বিত।  তিনি আরও বলেন, করোনাকালে আমরা মুখোমুখি ক্লাস নিতে পারিনি। তবে আমাদের শিক্ষার্থীদের অনলাইন ক্লাস চালু ছিল। নিয়মিত তদারকি ছিল।

অপরদিকে, সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে ১৬ জন শিক্ষার্থী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তির সুযোগ পেয়েছেন এবার। বৃহস্পতিবার (৩০ জুন) রাতে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফলে এ প্রতিষ্ঠানের ১৬ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। এর আগে ২০২১-২২ শিক্ষাবর্ষে ৩৯ জন শিক্ষার্থী মেডিক্যালে ভর্তির সুযোগ পেয়েছেন এ প্রতিষ্ঠানটি থেকে। একসঙ্গে এত শিক্ষার্থী বুয়েটে ভর্তির সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস ও আনন্দে ভাসছেন শিক্ষার্থীরা, খুশি শিক্ষক ও অভিভাবকরা। 

উল্লেখ্য, প্রতিষ্ঠানটিতে শুধুমাত্র বিজ্ঞান বিভাগেই পড়ার সুযোগ রয়েছে ।