Opu Hasnat

আজ ১২ আগস্ট শুক্রবার ২০২২,

ব্রেকিং নিউজ

সৈয়দপুরে জাকাত তহবিলের নগদ অর্থ ও বিভিন্ন উপকরণ বিতরণ নীলফামারী

সৈয়দপুরে জাকাত তহবিলের নগদ অর্থ ও বিভিন্ন উপকরণ বিতরণ

নীলফামারীর সৈয়দপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাকাত তহবিল থেকে দুঃস্থদের মাঝে নগদ অর্থ ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা জাকাত ফান্ডের সভাপতি মোঃ শামীম হুসাইনের উপস্থিতিতে এ বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাকাত ফান্ডের সদস্য সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ সাদেকীন আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ছাইদুর রহমান সরকার, বোতলাগাড়ী ইউনিয়ন আ্ওয়ামী লীগের সভাপতি আব্দুল হাফিজ হাপ্পু, সৈয়দপুর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ শামসুল হক, অফিস সহকারী মোঃ সিকান্দার আলী, আবু হানিফ প্রমুখ।

২০২১-২২ অর্থ বছরের এ ফান্ডের মাধ্যমে উপজেলার ৪৪জন দুঃস্থের মধ্যে ২জনকে ভ্যানগাড়ি, ৪জন সেলাই মেশিন, ৩জনকে ছাগল, ৩জনকে হুইল চেয়ার প্রদান করা হয় এবং ১জনকে মেয়ের বিয়ে, ৪জনকে চিকিৎসা, ৬জনকে ক্ষুদ্র ব্যবসা, ৬জনকে গৃহ মেরামত, ৪জনকে হাঁস-মুরিগ পালন, ৭জন শিক্ষাবৃত্তি এবং ৪জন অক্ষম অসহায়কে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

উল্লেখ্য, ৪৪জন সুবিধাভোগীর মাঝে ২ লাখ ৯৭ হাজার ৮শ’ ৫০ টাকা বিতরণ করা হয়।