Opu Hasnat

আজ ৫ জুলাই মঙ্গলবার ২০২২,

শিক্ষিকা রেবা রানী মল্লিক এর মহাপ্রয়াণ নীলফামারী

শিক্ষিকা রেবা রানী মল্লিক এর মহাপ্রয়াণ

নীলফামারী সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া খ্রিষ্টানপাড়া এলাকার বাসিন্দা তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক রেবা রানী মল্লিক (৭৫)  বার্ধক্য জনিত কারণে  মৃত্যুবরন করেছেন। সোমবার (২০ জুন) রাত ১১ টায় নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান তাঁর পরিবারের সদস্যরা। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।

তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক। একজন নীতিনিষ্ঠ আদর্শ মানুষ। সমাজ বদলের রূপকার। যার জীবনের সবটুকু উজাড় করে দিয়েছেন ভাই-বোন ও স্বজনদের জন্য। এমন কি বিয়ের পিড়িতে বসা হয়নি তার। 

রেবা রানী মল্লিক একই এলাকার মৃত দীজেন্দ্র নাথ মল্লিকের দ্বিতীয় মেয়ে  ও কুন্দল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মৃত সিলভিয়া এ্যানি মল্লিক পুকু'র বড় বোন। এবং তুলশিরাম বালিকা বিদ্যালয়ের শিক্ষক মৃত রেনু বালা বিশ্বাসের মেঝ বোন ছিলেন। মঙ্গলবার (২১ জুন)  রেল হাসপাতালের সামনে সৈয়দপুর ক্রাইস্ট চার্চে অন্তষ্টিক্রিয়া শেষে ইসলামবাগ খ্রিস্টান কবরস্থানে  তাকে সমাহিত করা হয়।