Opu Hasnat

আজ ৫ জুলাই মঙ্গলবার ২০২২,

গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় পরিবহন চালকের মৃত্যু রাজবাড়ী

গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় পরিবহন চালকের মৃত্যু

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় বৃহস্পতিবার (১৬ জুন) ভোর রাতে সড়ক দূর্ঘটনায় মফিজুর রহমান মঞ্জু (৩৬) নামে এম আর পরিবহনের এক চালকের মৃত্যু হয়েছে। মফিজুর রহমান মঞ্জু ফরিদপুর জেলার মধুখালী উপজেলার উথালী গ্রামের মোঃ আদেল কাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সাতক্ষিরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এম আর পরিবহনের বাসটি বৃহস্পতিবার ভোর রাতে দৌলতদিয়া ঘাটে আসে। এসময় চালক সহকারীকে বাসটি চালাতে দিয়ে তিনি জরুরী প্রয়োজনে নিচে নামেন। বাসটি ফেরি ঘাটের দিকে অগ্রসর হতে থাকলে নিচ থেকে বাসে উঠতে যান ওই চালক। তিনে বাসে উঠার আগেই চালকের আসনে বসা সহকারী বাসটি টান দেন। এতে চালক ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দূর্ঘটনা ঘটানো বাসের হেলপার ও সুপারভাইজার পলাতক রয়েছে। দূর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।