Opu Hasnat

আজ ৯ জুন শুক্রবার ২০২৩,

ব্রেকিং নিউজ

একা // জিএম, আবুল হাসান শিল্প ও সাহিত্য

একা // জিএম, আবুল হাসান

 যখন আমি একা,
তখন  ভাবতে আমার ভালো লাগে
দুনিটাকে দেখা।
যখন আমি দু'কা,
তখন দেখি আমার কাছে
চাচ্ছেন উনি টাকা।
তখন দেখি, দুনিয়াটাকে বড়ই লাগে ফাঁকা।

যখন আমি একা,
তখন আমার মাঝে সত্যিকারের
মানুষটাকে যায় দেখা। 
তখন দেখি ভালো কাজে 
অনেক জনেই বাঁকা।

যখন আমি সাগর পানে একা,
তখন সাগর জলে ঢেউয়ের মাঝে
এক পলকে তাকা।
দেখব আমি, নীল সাগরের বিষমদুরে
দুনিয়াটা হরেক রঙে আকাঁ।

যখন আমি ফাঁকা ঘরে একা,
তখন আপন মনে ছাদের ফাঁকে
গোটা ভুবনটাকে যায় দেখা।
তখন আমি নিজকে খুজি
যখন আমি, আমার মাঝে একা।