Opu Hasnat

আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

বার্ষিক জেএসি দিবস উদযাপন করল এনার্জিপ্যাক অর্থ-বাণিজ্য

বার্ষিক জেএসি দিবস উদযাপন করল এনার্জিপ্যাক

আনুষ্ঠানিকভাবে বিশ্বের অন্যান্য দেশের সাথে একযোগে বার্ষিক জেএসি দিবস উদযাপন করেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড (ইপিজিএল)। সম্প্রতি রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল লেকশোরে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

এস এম জসিম উদ্দিন, সিবিও অ্যান্ড জিএম, মোটর ভেহিকেল ডিভিশন; এবং ফাইয়াজ এইচ চৌধুরী, সিবিও অ্যান্ড জিএম, ইন্সটিটিউশনাল সেলস এবং সম্মানিত  স্টেকহোল্ডার-সহ এনার্জিপ্যাকের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা এই আয়োজনে উপস্থিত ছিলেন। আসন্ন বছরগুলির জন্য প্রতিষ্ঠানটির বার্ষিক পরিকল্পনার একটি প্রেজেন্টেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আরম্ভ হয়। এছাড়াও, অনুষ্ঠানে জেএসি টি৮  ইউনিটের একটি সংক্ষিপ্ত প্রদর্শনীর আয়োজন করা হয়।

এনার্জিপ্যাক হল আনহুই জিয়াংহুয়াই অটোমোবিল গ্রুপ কোম্পানি লিমিটেডের জেএসি ব্র্যান্ডের একমাত্র পরিবেশক। জেএসি ভেহিকেলসের মাধ্যমে শ্রেষ্ঠ মানের কমার্শিয়াল ভেহিকেলস নিয়ে এসে দেশের বাজারে অভূতপূর্ব পরিবর্তন সাধন করছে এনার্জিপ্যাক, যার মধ্যে রয়েছে দেড় টন সেগমেন্টের অসাধারণ কমার্শিয়াল ভেহিকেলস, পাঁচ টন হেভি-ডিউটি ট্রাক, কাভার্ড ভ্যান, ডাবল কেবিন পিকআপ টু হুইল ড্রাইভ এবং ফোর হুইল ড্রাইভ । জেএসি ভেহিকেলসের মাধ্যমে এনার্জিপ্যাক দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও অবদান রাখছে, কারণ প্রতিষ্ঠানটির অ্যাসেম্বলি প্ল্যান্ট দেশের দক্ষ কর্মশক্তির জন্য যথাযোগ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। গাজীপুর স্টেট অফ দ্য আর্ট এনার্জিপ্যাক ইন্ডাস্ট্রিয়াল পার্কে অ্যাসেম্বল প্ল্যান্টটি অবস্থিত যেখানে প্রতি বছর ৩০০ ইউনিট গাড়ি অ্যাসেম্বল করার ক্ষমতা রয়েছে। 

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত জেএসি মোটরস বিশ্বের ১০০ টিরও বেশি দেশে যাত্রীবাহী গাড়ি এবং ট্রাক বিক্রয় করে থাকে। বর্তমানে ল্যাটিন আমেরিকা থেকে ইউরোপ এবং আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্য এবং এশিয়া পর্যন্ত বিশ্বের ৫০টিরও বেশি দেশে জেএসি মোটরসের ৫০০টিরও বেশি ডিলারশিপ এবং ১৪টি গাড়ি তৈরির কারখানা রয়েছে।

এই বিভাগের অন্যান্য খবর